জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ৫ নেতাকর্মীর আজীবন বহিস্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১ টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।
পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করে বহিস্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানান। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করার দাবি জানান এবং বহিস্কৃত শিক্ষার্থীরা যেন হলে না থাকতে পারে সে বিষয়েও নিশ্চিয়তা চান। উপাচার্য এসময় বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন।
এর আগে গত বছরের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ, ছাত্রলীগ কর্মী নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ও নুরুল কবির, হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের নাফিজ ইমতিয়াজ এবং ছাত্রলীগ কর্মী ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসানের বিরুদ্ধে। পরে গত বছর ২৩ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ছাত্রলীগের ঐ ৫ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়।
বহিষ্কারের পর গত বছর শেষের দিকে হাইকোর্টে রিট করেন ছাত্রলীগের ঐ ৫ নেতাকর্মী। এরপর গত ২০ মার্চ হাইকোর্টে রিটের প্রেক্ষিতে বহিষ্কৃত ঐ ৫ ছাত্রলীগ নেতাকর্মীর বহিস্কারাদেশ অবৈধ ঘোষনা করে হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে গত ৬ এপ্রিল শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য ফারজানা ইসলামের কাছে আবেদন করেন তারা। তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অফিস আদেশ জারি করে।
সানবিডি/ঢাকা/শামীম/এসএস