সবজির দাম আকাশ ছোঁয়া, পেঁপের কেজি ৮০ টাকা

আপডেট: ২০২৩-০৫-১২ ১৪:৪৪:৩০


মাছ, মাংসের পাশাপাশি সবজির দামও এখন অনেকটা আকাশ ছোঁয়া। অধিকাংশ সবজি ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১২ মে) সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজার ঘুরে এই বাজারদর দেখা গেছে।

বাজারগুলোতে দেখা যায়, কাঁকরোলের কেজি ৯০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচামরিচ ২৫০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন ৮০, ঝিঙ্গা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৬০ টাকা, টমেটো ৪০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া লাউ প্রতি পিস ৮০ টাকা ও কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মোড়কে দাম ১৮৭ টাকা লেখা, অথচ সেই তেল বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়। ৩৭৪ টাকার দুই লিটার তেল বিক্রি হচ্ছে ৩৮০-৩৯০ টাকায় এবং ৯০৬ টাকার ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৯১৫-৯২০ টাকায়।

এছাড়া আটা, ময়দা ও ডালের দাম নতুন করে না বাড়লেও সেগুলো বেশ আগেই বেড়ে বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজারে ২২০ টাকা কেজির কমে তেলাপিয়া বা পাঙ্গাস মাছও কিনতে পারছেন না ক্রেতারা। চাষের রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকায়। আর দেশি উন্মুক্ত জলাশয়ের শিং, টেংরা, বোয়াল খেতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকা পর্যন্ত।

অন্যদিকে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকার মধ্যে। আর প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৪০ টাকা। এছাড়া গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ, এখন ব্রয়লার মুরগি, ডিম ও মাংসের দাম বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি।

এম জি