ফের আকরিক লোহার দর কমলো
অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১২ ১৮:০৩:৩৬
কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম বাড়ছিল। বাড়তে বাড়তে ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য। তবে বৃহস্পতিবার (১১ মে) লৌহ আকরিকের দর কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, চীনে আকরিক লোহার চাহিদা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আশা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে শক্ত ধাতুটির দরপতন ঘটেছে।
এ কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার দাম কমেছে ১ দশমিক ৯ শতাংশ। টনপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৭১০ ইউয়ান বা ১০২ ডলার ৭২ সেন্টে। আগের কর্মদিবসে (বুধবার) যা ছিল ৭৩৩ ইউয়ান। গত ২৪ এপ্রিলের পর তা ছিল সবচেয়ে বেশি।
সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯৯ ডলার ৭০ সেন্টে।
গত মাসের শুরু থেকে আকরিক লোহার দর কমছিল। তবে চলতি সপ্তাহের শুরুতে ঘুরে দাঁড়িয়েছিল ইস্পাত তৈরির মূল উপকরণটির বাজার। চীনের অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা বৃদ্ধির প্রত্যাশায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।
এছাড়া চীনের কিছু ইস্পাত কারখানায় আবারও উৎপাদন শুরু হওয়ার আশা দেখা দিয়েছে। আকরিক লোহার দাম বাড়ার এটিও অন্যতম কারণ।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে সিটি বিশ্লেষকরা বলেন, লৌহ আকরিকের মূল্য বৃদ্ধি সাময়িক। কারণ, চীনে সম্পত্তি খাত ধুঁকছে। এতে দেশটিতে ইস্পাতের চাহিদা দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা আমরা করি না।
এএ