সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে বজ্রপাতে নারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
স্থানীয় সমাজসেবী ফরিদ আহমদ জানান, গোয়াইনঘাট উপজেলার লাউর কুণি হাওরে দুপুরে কৃষি কাজ করতে গেলে বজ্রাঘাতে আব্দুর রশীদ নামের কৃষক নিহত হন। এসময় অন্তত আরো চারজন আহত হন। নিহত রশিদ উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লাউর কুণি গ্রামের আব্দুল লতিফের ছেলে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে আলিকজান বিবি নামের এক নারী মারা গেছেন। দুপুর ১২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সেন গ্রামে এ ঘটনা ঘটে। আলেকজান বিবি ওই গ্রামের আব্দুল হকের স্ত্রী।
দরবস্ত ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানান, ঘটনার সময় ওই নারী ঘরের উঠুনে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে উঠুন আলোকিত হয়ে ওঠে। এতে ঘটনাস্থলেই আলেকজান বিবির মৃত্যু হয়।
সানবিডি/ঢাকা/আহো