চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোবাইল চুরির অভিযোগে আবদুল মালেক (২০) নামে তরুণকে ধরে নিয়ে রাতভর পেটানোর পর সকালে তার শিকলবাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের 'আজবা ড্রিংকিং কারখানা' থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাঁচ জনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত কিশোর আবদুল মালেক কুমিল্লা জেলার হাজীগঞ্জ উপজেলার মো. সিদ্দিকুর রাহমানের ছেলে। তারা শীতলপুরে ভাড়া বাসায় থাকতেন। নিহত মালেকের বাবা সিদ্দিকুর রহমান জানান, রাত ১১টার দিকে শীতলপুরের আজম ও বশিরসহ ১২-১৪ জন তার বাড়িতে হানা দেয়। মালেক মোবাইল ফোন চুরির অভিযোগ করে তাকে ধরে নিয়ে যায় তারা।
এরপর মালেককে আজবা ড্রিংকিং কারখানার একটি ঘরে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাতভর পিটুনি দেয়। তাদের নির্যাতনে মালেক নিহত বলে দাবি করেন সিদ্দিকুর রহমান। মালেকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার এসআই কামাল। তিনি জানান, এ ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/এসএস