৬৯ আরোহী নিয়ে মিশরীয় বিমান নিখোঁজ
প্রকাশ: ২০১৬-০৫-১৯ ১১:১৮:৪০

প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বৃহস্পতিবার ৬৯ আরোহীসহ মিশর এয়ারলাইন্সের একটি বিমান নিখোঁজ হয়েছে। ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ নম্বর ফ্লাইটটি ভূমধ্যসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে বিবিসি জানিয়েছে।
ইজিপ্ট এয়ারের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীবাহী ওই বিমানটি স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পৌণে সাতটার) নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় এতে ৫৯ জন যাত্রী ও ১০ জন ক্রুসহ মোট ৬৯ জন আরোহী ছিল। এটি ভূমধ্যসাগরের ১১ হাজার ৩শ মিটার ওপর দিয়ে যাচ্ছিল।
বিমান কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে আরও তথ্য পেলে সবাইকে জানানো হবে। ইজিপ্ট এয়ারের ভাইস চেয়ারম্যান আহমেদ আবদেল জানিয়েছেন, মিশরের উপকূল থেকে ৩০/৪০ কিলোমিটার উত্তরে এটি নিখোঁজ হয়।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













