বুধবার সকালে রাজধানীর এলিফেন্ট রোডে একটি ব্যাংকের বুথ থেকে ঝিং অং নামের একজন চীনা নাগরিক কয়েক ধাপে ৬০ হাজার টাকা তোলে। এটিএম বুথের সিকিউরিটি গার্ডের সন্দেহ হলে বাইরে থেকে বুথের দরজা বন্ধ করে বন্ধ করে দেয়।
সিকিউরিটি গার্ড দুলালউদ্দিন বলেন, বিদেশী লোকটি অনেকক্ষণ ধরে বুথে অবস্থান করলে আমার সন্দেহ হয়, তখন আমি বুথের বাইরে তালা লাগিয়ে কোম্পানী কর্তৃপক্ষকে জানাই।
র্যাব বলছে এর আগের এটিএম বুথ জালিয়াতির ঘটনায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের কার্ড জালিয়াতি করা হলেও এবার ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক এটিএম কার্ড।
র্যাব-২ কোম্পানী কমান্ডার মেজর আতাউর রহমান বলেন, সে কার্ড জালিয়াতি করে, ব্যাংকের আইটি এক্সপার্টরা আরো ভালো বলতে পারবে, পিন নাম্বার গোপনভাবে নিয়ে সে জালিয়াতি করে থাকে। এটা বাইরের ব্যাংকের কার্ড, এটা আসল কিনা তা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে।
ভিডিওতে দেখুন চ্যানেল আইর সৌজন্যে:
https://youtu.be/gn8Njzqgy08