উন্নয়ন প্রকল্পের ব্যয় অনেক সময় বেড়ে যায়: পরিকল্পনামন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৭ ১৬:০৮:৫৭

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মান নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে। অনেক সময় এর ব্যয় বেড়ে যায়, এটা আমরাও মানি।
বুধবার (১৭ মে) তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বৈষম্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে সম্পদ যখন সৃষ্টি হয় তখন নাকি বৈষম্য বাড়ে। বৈষম্যের রাশ টানতে কী করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা চলছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির নানা সুবিধা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, করোনাকালে শহুরে দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এটা পুষিয়ে নিতে একটি বিশেষ শিক্ষাকার্যক্রম গ্রহণ করার পরামর্শ বিআইডিএসের।
করোনাকালে দারিদ্র্য হার বাড়লেও পরে তা আগের চেয়ে কমে গেছে। আত্ম কর্মসংস্থান বেড়েছে, সামাজিক নিরাপত্তা খাতে সরকারি ব্যয় কমেছে, সঞ্চয়ের ব্যবহার বেড়েছে।
এম এ মান্নান বলেন, গ্রামের সাথে শহরের মানুষের আয়ের যে পার্থক্য তা এক করা বা সমান করার চেষ্টা করছে সরকার।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













