আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো নগদ ফাইন্যান্স
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-১৭ ২০:০৭:১০

আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেলো নগদ ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটিকে দেশে অর্থায়ন ব্যবসা পরিচালনা জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার ও আগের দিন প্রজ্ঞাপন জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান করেছে।
আরও পড়ুন ‘নগদ’ দিয়ে এয়ার অ্যাস্ট্রায় টিকিট কাটলেই ১০ শতাংশ ছাড়
আরও পড়ুন নগদ-এর মাধ্যমে দেশে রেমিটেন্স আনা যাবে মুহূর্তেই
আরও পড়ুন ডাক ও টেলিযোগাযোগ পুরস্কার পেল নগদ
আরও পড়ুন বিআরটিএ-এর সব ফি দেওয়া যাবে ‘নগদ’-এ
আরও পড়ুন পুলিশ সদস্যদের লেনদেনে চার্জ নেবে না ‘নগদ’
আরও পড়ুন ইসলামী ব্যাংক ও ‘নগদ’ ইসলামিক-এর একসঙ্গে পথচলা শুরু
আরও পড়ুন ডাক বিভাগকে সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব দিল ‘নগদ’
আরও পড়ুন সরকারি অর্থ লেনদেনে ‘নগদ’ ব্যবহারের পরামর্শ সংসদীয় কমিটির
আরও পড়ুন ‘নগদ’র নতুন ১১টি সেবাকেন্দ্র চালু
আরও পড়ুন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেলো নগদ
আরও পড়ুন ‘নগদ’ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ: টেলিযোগাযোগ মন্ত্রী
আরও পড়ুন ‘নগদ’এর মাধ্যমে করা যাবে বাংলাদেশ ফাইন্যান্সের লেনদেন
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













