চার মাসের সর্বোচ্চে উঠেছে থাই চালের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৮ ০৯:২৯:৩৮
বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ চাল রফতানিকারক দেশ থাইল্যান্ড। দেশটিতে চলতি সপ্তাহে চার মাসের সর্বোচ্চে উঠেছে চালের দাম।তবে অপরিবর্তিত ভিয়েতনামিজ চালের দাম। দেশটি বর্তমানে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি দামে চাল রফতানি করছে। মূলত প্রতিবেশী দেশগুলো থেকে ক্রমবর্ধমান ক্রয়াদেশ দেশটির চালের বাজারকে চাঙ্গা রাখতে সহায়তা করছে। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে শুল্ক বিভাগের তথ্য বলছে, চলতি বছরের প্রথম চার মাসে ভিয়েতনামের চাল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার টনে। গত মাসেই রফতানি করা হয়েছে ৯ লাখ ৬১ হাজার ৬০৮ টন, যা মার্চের তুলনায় ৮০ শতাংশ বেশি।
হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ী জানান, রফতানিকারকরা চুক্তি মোতাবেক চাল সরবরাহ করার লক্ষ্যে কৃষকদের থেকে বিপুল পরিমাণে চাল কিনছেন। ফলে দেশটিতে চালের বাণিজ্যিক কার্যক্রম ঊর্ধ্বমুখী।
ফিলিপাইন ভিয়েতনামের সবচেয়ে বড় চাল ক্রেতা দেশ। সাম্প্রতিক এক বৈঠকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফিলিপাইনের প্রেসিডেন্টকে জানান, ভিয়েতনাম লম্বা সময় ধরে ফিলিপাইনে চাল সরবরাহ করতে আগ্রহী। এক্ষেত্রে দাম সাধ্যের মধ্যেই রাখা হবে।
চলতি সপ্তাহে ভিয়েতনাম প্রতি টন ৫ শতাংশ ভাঙা চাল রফতানি করছে ৪৮৫-৪৯৫ ডলারে। আগের সপ্তাহেও রফতানি মূল্য ছিল একই রকম। তবে ২০২১ সালের এপ্রিলের পর এটিই সর্বোচ্চ দাম।
এদিকে থাইল্যান্ড চলতি সপ্তাহে ৫ শতাংশ ভাঙা চাল টনপ্রতি ৪৯৮-৫০০ ডলারে রফতানি করছে। জানুয়ারির পর এটিই সর্বোচ্চ দাম। আগের সপ্তাহে দেশটি প্রতি টন ৪৮৫ ডলারে রফতানি করেছিল। ব্যবসায়ীরা বলছেন, একদিকে স্থানীয় মুদ্রার ঊর্ধ্বমুখী বিনিময় মূল্য, অন্যদিকে ক্রমবর্ধমান চাহিদা দাম বাড়াতে সহায়তা করেছে।
চাল রফতানিতে বিশ্বের শীর্ষ দেশ ভারত। চলতি সপ্তাহে দেশটির রফতানিযোগ্য চালের দাম অপরিবর্তিত। গত সপ্তাহের মতোই প্রতি টন ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল রফতানি হচ্ছে ৩৭৬-৩৮০ ডলারে। গত বছরের ডিসেম্বরের পর এটি সর্বনিম্ন দাম।
এনজে