বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রুনু’ প্রভাবে কক্সবাজারে ৪নং স্থানীয় সর্তক সংকেত জারী করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘুর্ণিঝড় ‘রুনু’ মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবাহাওয়াবিদ একেএম.নাজমুল হক,সিভিল সার্জন ডাঃ পুচনো, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, ফাইয়ার সার্ভিস ও সিভির ডিফেন্স কর্মকর্তা আবদুল মজিদ, রেড ক্রিসেন্ট সভাপতি নুরুল আবছার,কক্সবাজার পৌরসভা মেয়র ( ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মানবিধার কমিশন সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ জেলা প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রুনু’ ক্রমশ শক্তি বাড়িয়ে উপকুলের দিকে ধেয়ে আসছে। বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট এ নিম্নচাপ কক্সবাজার সমুদ্রবন্দর থেকে নিরাপদ দুরত্বে থাকলেও কক্সবাজার জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা। এছাড়া ঘুর্ণিঝড় মোকাবেল রেডক্রিসেন্ট কর্মী, মেডিকেল টীম, উদ্ধার কর্মী নিয়োজিত রাখা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঘূর্ণিঝড় ’রুনু’ কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৫০ কিলোমিটার দুরে অবস্থান করছিল।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবাহাওয়াবিদ একেএম.নাজমুল হক জানান, কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরো জানান, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ রুনুর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার ও সকল নৌযানকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থেকে চলাচল করতে বলা হয়েছে। জেলা তথ্য অফিস শহরে মাইকিং করে এই সতর্কবার্তা প্রচার করছে। এদিকে, ঘুর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার উপকূলে গুমোট মেঘলা আবহাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে।
সানবিডি/ঢাকা/শাহীন/আহো