মার্চের তুলনায় চীনে গত মাসে অ্যালুমিনিয়াম উৎপাদন ১ দশমিক ২ শতাংশ কমেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সংকটই উৎপাদন কমে যাওয়ার প্রধান কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানায়, এপ্রিলে দেশটি ৩৩ লাখ ৩০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করে। মার্চে উৎপাদনের পরিমাণ ছিল ৩৩ লাখ ৭০ হাজার টন। তবে গত বছরের এপ্রিলের তুলনায় উৎপাদন দশমিক ৮ শতাংশ বেড়েছে।
চীনের চতুর্থ শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক রাজ্য ইউনান। দেশটির মোট উৎপাদন সক্ষমতার ১২ শতাংশই আসে রাজ্যটি থেকে। বর্তমানে রাজ্যটিতে বিদ্যুৎ সংকটে অ্যালুমিনিয়াম উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিদ্যুৎ উৎপাদনে ইউনান রাজ্যটি জলশক্তির ওপর অনেক বেশি নির্ভরশীল। কিন্তু গত বছরের সেপ্টেম্বরের পর থেকে সেখানে বৃষ্টিপাত ও পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে অবস্থান করছে। এ কারণে স্থানীয় প্রশাসন অ্যালুমিনিয়াম উৎপাদন কমানোর নির্দেশ দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, এপ্রিলে দেশটিতে দৈনিক অ্যালুমিনিয়াম উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ১১ হাজার টন, যা মার্চের তুলনায় কিছুটা বেশি। ওই মাসে উৎপাদন করা হয়েছিল দৈনিক ১ লাখ ৮ হাজার ৭১০ টন।
এদিকে উৎপাদন ও সরবরাহ কমার কারণে ঊর্ধ্বমুখী চাপের মুখে পড়েছে অ্যালুমিনিয়ামের বাজার। ফলে চীনে অর্থনৈতিক পুনরুদ্ধার সত্ত্বেও ধাতুটির চাহিদা প্রত্যাশার চেয়ে কম। রফতানির গতিও নিম্নমুখী। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে গত মাসে প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয়েছে ১৮ হাজার ৪৪০ ইউয়ান বা ২ হাজার ৬৬৭ ডলার ৭৯ সেন্টে।
এনজে