৩০ শতাংশ কমতে পারে ইউক্রেনের ভুট্টা রফতানি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-১৯ ১০:৪৫:২০


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে আগামী মৌসুমে ইউক্রেনের ভুট্টা রফতানি চলতি মৌসুমের তুলনায় ৩০ শতাংশ কমতে পারে। রফতানির পরিমাণ দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে ১ কোটি ৯০ লাখ টনে। যুদ্ধবিধ্বস্ত দেশটি এ বছর অত্যন্ত স্বল্প পরিমাণ ভুট্টা উৎপাদন করেছে। ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশন (ইউজিএ) সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রফতানিকারক দেশ ইউক্রেন । দেশটিতে ভুট্টা ও অন্যান্য শস্য উৎপাদন টানা দ্বিতীয় বছরের মতো কমতে যাচ্ছে। একদিকে যুদ্ধের দামামা কৃষি খাতকে বিপর্যস্ত করে তুলেছে, অন্যদিকে শস্যের চেয়ে তেলবীজ উৎপাদনকে বর্তমানে কৃষক বেশি লাভজনক বলে মনে করছেন।

যুদ্ধ ও বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ভুট্টা। কারণ এটি উৎপাদনে সবচেয়ে বেশি ব্যয় হয়। অন্যান্য শস্যের চেয়ে পরিবহন ব্যয়ও বেশি। এছাড়া রাখতে হয় শুষ্ক পরিবেশে।

ইউজিএর প্রাক্কলন অনুযায়ী, আগামী মৌসুমে ভুট্টা উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ২ কোটি ১১ লাখ টনে, যা চলতি মৌসুমে ছিল ২ কোটি ৭৩ লাখ টন।

ইউজিএর প্রধান নিকোলাই গর্ভাচেভ জেনেভায় অনুষ্ঠিত গ্রেইনকম কনফারেন্সের সাইডলাইনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‌মূলত এবার আবাদ ও উৎপাদন কমে যাওয়ায় রফতানির পরিমাণ কমার আশঙ্কা করা হচ্ছে।’

এনজে