অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরো বাড়ানোর পরিকল্পনা করছে ভেনিজুয়েলা। রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি পিডিভিএসএর নতুন ব্যবস্থাপনা পরিষদ এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। খবর রয়টার্স।
প্রতি বছর দৈনিক ১১ লাখ ৭০ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়ানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে কোম্পানিটি। পাশাপাশি পরিশোধন ও অনুসন্ধান কার্যক্রমও বাড়ানো হবে। অভ্যন্তরীণ একটি পরিকল্পনা নথি থেকে এসব তথ্য জানা গেছে।
২০২১ সালের ডিসেম্বরের পর গত মাসে প্রথমবারের মতো দেশটির উত্তোলন আট লাখ ব্যারেল ছাড়িয়েছে। এর আগে কোম্পানির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের কারণে উত্তোলন বাধাগ্রস্ত হয়।
বছরের শেষ নাগাদ প্রতিদিন ৩ লাখ ৯০ হাজার ব্যারেল করে জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর পরিকল্পনা করছে পিডিভিএসএ। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন দৈনিক ৬৪ কোটি ৫০ লাখ ঘনফুট করে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া পরিশোধন কার্যক্রম ২০ শতাংশ বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যাতে স্থানীয় বাজারে অতিরিক্ত ৯০ হাজার ব্যারেল (দৈনিক) বিক্রি করা যায়।
এদিকে প্রতি মাসে ১০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল ও জ্বালানি পণ্য রফতানির লক্ষ্য নিয়ে এগোচ্ছে কোম্পানিটি। মাসে আট লাখ টন পেট্রোলিয়াম কোক রফতানির কথাও ভাবছেন সংশ্লিষ্টরা।
এনজে