দেশবন্ধু সিমেন্টের পরিবেশক মতবিনিময়

আপডেট: ২০১৫-১২-২৬ ১১:১৫:৫০


IMG_3132দেশবন্ধু সিমেন্ট মিলস লিমিটেডের পরিবেশক মতবিনিময় সভা গত শনিবার রাজধানীর বনানী প্লাটিনাম সুইট হোটেলে অনুষ্ঠিত হয়। দেশবন্ধু সিমেন্ট মিলস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আহসানুল হক শামীমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। সভায় আরো উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন, সিনিয়র জিএম মেজর (অব.) রবিউল ইমলাম, ব্র্যান্ড ম্যানেজার আমিনুল হক প্রমুখ।

দিনব্যাপী এ মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ জন ডিলার অংশ গ্রহণ করেন। ডিলারদের উপস্থিতিতে পণ্যের গুণাগুণ সম্পর্কে আলোচনা ও ব্যবসায়ীক পলিসি ঠিক করা হয়। তাছাড়া পণ্যের বাজারজাত ও বিক্রয় বাড়াতে পরিবেশকদের জন্য বিক্রির টার্গেট ঠিক করা হয়। যে সব পরিবেশক নিদিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে তাদের জন্য বিদেশ ভ্রমনের বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়।

সভায় জানানো হয়, দেশে সিমেন্টের চাহিদা ব্যাপক রয়েছে। আগামীতে এ চাহিদা আরো বাড়বে। দেশে সিমেন্টের চাহিদা মেটাতে আন্তর্জাতিক মানের সিমেন্ট তৈরি হচ্ছে সিরাজগঞ্জে দেশবন্ধু সিমেন্ট কারখানায়। এখানে সর্বাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে গুণগতমান নিশ্চিত করা হয় এবং দেশে প্রচলিত অন্যান্য সিমেন্টের তুলনায় গুণগতমান অত্যন্ত ভালো হওয়ায় অতি অল্প সময়ে উত্তরাঞ্চলসহ সারাদেশে উত্তরোত্তর প্রসার লাভ করেছে। কারখানা প্রতিষ্ঠার মাত্র দুই বছরেই দেশবন্ধু সিমেন্ট দেশের শীর্ষ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম অবস্থানে আছে।

সভার উন্মুক্ত আলোচনায় পরিবেশকরা বলেন, দেশবন্ধু সিমেন্টের যাত্রা বেশি দিনের নয়, তারপরেও দেশের বাজারে বিশেষ করে উত্তারাঞ্চলের বাজারে একচাটিয়া অবস্থান করে নিয়েছে দেশবন্ধ সিমেন্ট। তবে এ বাজার আরো বাড়াতে কিছুটা দাম কমানোর জন্য আহ্বান জানান। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পণ্যের গুণগত মান ঠিক রাখতে গেলে দাম কমানো কোনোভাবেই সম্ভব নয়। দেশবন্ধু দেশের বন্ধু, জনগণের বন্ধু। যারা বন্ধু তাদেরকে কখনো হঠানো যাবে না। তাছাড়া আপনারা ক্রেতাদের বুঝাবেন, ভালো জিনিসের দাম সব সময় বেশি থাকে।
উল্লেখ্য, বর্তমানে এক ব্যাগ দেশ বন্ধু সিমেন্টের নিট মূল্য পড়বে ৩৭০ টাকা।