

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের আমদানি হলেই দাম কমে যাবে। এলসি করতে কোনো সমস্যা হবে না। বেশি দাম পাবার জন্যই অনেকে পেঁয়াজ মজুদ করে রেখেছে। কোরবানি ঈদে কঠোরভাবে হবে বাজার মনিটরিং বলেও জানান তিনি।
রোববার (২১ মে) রাজধানীতে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবাদিকদের এ সব বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম আমদানি বিষয়ে বেশ কয়েক দিন ধরে আলোচনা চলছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম এখন ৮০ টাকা হওয়া যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
আসছে কোরবানি ঈদে কঠোরভাবে বাজার মনিটরিং করার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।
এম জি