নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে মার ধরের পর কান ধরে ওঠ বস করানোর প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন ও কান ধরে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছেন শিক্ষকেরা।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদর রোডে মানববন্ধন চলাকালে শিক্ষক নেতারা বলেন, এমপি সেলিম ওসমানের মদদে তার সামনে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মিথ্যা অজুহাতে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধরের পর জনসমক্ষে কান ধরে ওঠবস করানোর মাধ্যমে গোটা শিক্ষক, শিক্ষা ব্যবস্থা ও জাতিকে লাঞ্ছিত ও কলঙ্কিত করা হয়েছে। উপরন্তু গর্হিত অপরাধীরা নিজেদের ক্ষমতার বড়াই করতে হাসপাতালে ভর্তি আহত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।
আগৈলঝাড়ার শিক্ষক সমাজের পক্ষে সকল শিক্ষক বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন চলাকালে নিজেদের কান ধরে ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, সমিতির সহ-সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী প্রমুখ।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো