

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে লাভ হয় না। ইরান, কিউবা ও রাশিয়ায় নিষেধাজ্ঞা দিয়ে লাভ হয়নি। এভাবে কাউকে দমিয়ে রাখা যায় না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তারা দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে।
রোববার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার পতনের এক দফা নিয়ে বরাবরই উচ্চবাচ্য করে বিএনপি। তাদের আবার দফা বাড়ে। এ সার্কাস বহুবছর ধরেই দেখে আসছি।
তিনি বলেন, বিএনপি এখন কাগুজে বাঘে পরিণত হয়েছে। অস্বাভাবিকভাবে সিন্ডিকেট করে যারা পণ্যের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন ড. হাছান মাহমুদ।
এম জি