লম্বা সময়ের জন্য জাতীয় দলের কোচ হতে চাই: সুজন

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-২১ ২০:৪৭:৪৪


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। দেশের ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বড় নাম তিনি। খন্ডকালীন হিসেবে জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। বিদেশি কোচদের চেয়ে বাংলাদেশের কোচরা কোন অংশে কম বলে মনে করেন সুজন। পাশাপাশি লম্বা সময়ের জন্য জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সুজন বলেন, ‘সব কাজের চেয়ে আমি কোচিংকে উপভোগ করি। টিমের পরিকল্পনা করা, কাকে খেলাচ্ছেন এ কাজগুলো আমি সবসময় উপভোগ করি। কোচ হিসেবে ক্রিকেট নিয়ে আমি যে চর্চাটা করি সেটা আমাকে সবসময় আনন্দ দেয়। যাই করি না কেনো, কোচিংই আমার সবকিছু। এটা ছাড়া আমি থাকতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ দলের হেড কোচের ভূমিকাও পালন করেছি। আমি আসলে লম্বা সময়ের জন্য চাই। এক সিরিজ দায়িত্ব পালন করলাম তখন দেখা যায় যে পরিকল্পনা করতে করতেই আমার মেয়াদ শেষ। সব কোচেরই সাফল্য ব্যর্থতা আছে, থাকবে। আমাদেরকে সুযোগ দিতে হলে সময় দিয়ে সুযোগ দিতে হবে।’
এএ