হিলিতে কেজিতে ৬০ টাকা কমেছে শুকনো মরিচের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২২ ১২:৩৩:০৮

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে ৪০-৬০ টাকা করে। স্থানীয় সরবরাহ বাড়ায় বাজারদর নিম্নমুখী হয়ে উঠেছে। এতে স্বস্তির নিশ্বাস ফেলছেন ভোক্তারা।
জানা গেছে, এক সপ্তাহ আগেও প্রতি কেজি শুকনো মরিচ ৪২০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে দাম কমে ৩৬০-৩৮০ টাকায় নেমেছে। হিলির কাঁচাবাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি দোকানেই শুকনো মরিচের যথেষ্ট সরবরাহ রয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। কেউ যদি অহেতুক কোনো পণ্যের দাম বাড়ায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













