রংপুরে বাসের হেলপারকে পিটিয়ে হত্যা
আপডেট: ২০১৬-০৬-২০ ১০:৫৬:১৮
ভাড়া নিয়ে বচসার জেরে রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে হেলপারকে পিটিয়ে হত্যা করেছে এক যাত্রী। রবিবার রাত ৮টার দিকে শঠিবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম আশরাফ (৪০)।
বাসের অন্য যাত্রীরা ঘাতক মনোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বিআরটিসির একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-২২০৩) রংপুর টার্মিনাল এলাকায় মনোয়ার হোসেন (৩৫) নামে এক যাত্রী ছাদে ওঠেন। পথে বাস চালকের সহকারী (হেলপার) আশরাফ হোসেন ছাদে গিয়ে ওই যাত্রীর কাছে ভাড়া চান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে মনোয়ার হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে আশরাফকে পেটাতে থাকে। এ অবস্থায় বাসযাত্রীরা মিঠাপুকুর ও শঠিবাড়ীর মাঝামাঝি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাসটি থামায়। পরে যাত্রীরা ছাদের ওপর আশরাফের রক্তমাখা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। জানা গেছে, নিহত আশরাফ রংপুর মেডিকেল মোড় এলাকার মোন্তাজ মিয়ার ছেলে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঘাতককে ইতিমধ্যে আটক করা হয়েছে।