নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল আওয়াল বলেছেন, ‘৭২ ঘণ্টার মধ্যে ধর্ম নিয়ে কটূক্তি করা শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিচার করা না হলে সারা দেশের মূল সড়ক-মহাসড়ক বন্ধ ও দেশ অচল করে দেওয়া হবে।’
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে শুক্রবার (২০ মে) জুমার নামাজের পর এক প্রতিবাদ সমাবেশে এ হুমকি দেন তিনি।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ‘নাস্তিক’ হিসেবে আখ্যা দিয়ে তার ফাঁসির দাবিতে সমাবেশটি আহ্বান করে নারায়ণগঞ্জের ‘সর্বস্তরের মুসলিম জনতা’ নামের একটি সংগঠন।
শহরের অন্যতম বৃহৎ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘ইতোপূর্বে নারায়ণগঞ্জ থেকে ইসলাম বিদ্বেষের ঘটনায় অনেক আন্দোলন হয়েছে। আমরা ইতোমধ্যে যে ঘটনা নিয়ে সূত্রপাত সেই ছেলে (রিফাত) এর সঙ্গে কথা বলেছি। সে মসজিদে বসে আমাদের কাছে স্বীকার করেছে ওই শিক্ষক ইসলাম নিয়ে কটূক্তি করেছে। তাই নারায়ণগঞ্জের মুসলিম জনতা এ ব্যাপারে আর বসে থাকবে না।’
তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি শিক্ষক শ্যামল কান্তি ভক্তের শাস্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষক পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল না হয় তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।
পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘স্যার কটুক্তি করেননি’ বলে জানালেও সমাবেশে এসে জানায়, শ্যামল কান্তি ‘কটুক্তি’ করেছেন।
সানবিডি/ঢাকা/আহো