‘বিএনপির অপরাজনীতির আশঙ্কায় নাগরিকদের সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস’
আপডেট: ২০২৩-০৫-২২ ১৪:২১:৪৪

মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস নাগরিকদের চলাচলে সতর্কতা জারির বিষয়ে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অপরাজনীতির আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস নাগরিকদের চলাচলে সতর্কতা দিয়েছে।
সোমবার (২২ মে) সচিবালয়ে ডিরেক্টর গিল্ডের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক করা খুব স্বাভাবিক। কারণ যেভাবে বিএনপি আন্দোলনের নামে ভাংচুর করছে, হুমকি দিচ্ছে তাতে যেকোনো দেশ এমন সতর্কতা দিতে পারে।
তিনি আরও বলেন, রাজশাহীর জনসভায় বিএনপির এক নেতা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপি হত্যা খুনের রাজনীতি থেকে বের হতে পারেনি। তারা ষড়যন্ত্রের রাজনীতি করছে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













