বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ইস্তেকমাল হোসেন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২২ ১৪:৫০:০৮

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ইস্তেকমাল হোসেন। ইস্তেকমালকে পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
গাজীপুরের সন্তান ইস্তেকমাল হোসেন বিশিষ্ট ভাষা-সৈনিক আইনজীবী আলাউদ্দিন হোসেনের কনিষ্ঠপুত্র।
১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মূদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্সুরেন্স ডির্পাটমেন্ট এবং সর্বশেষ ডেট ম্যানেজমেন্ট ডির্পাটমেন্টে দায়িত্ব পালন করেছেন ইস্তেকমাল।
তিনি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ রিক্স ম্যানেজেমেন্ট কম্পিটেন্সি গ্রুপ’র সদস্য হিসেবে তিনি ফিলিপাইন ও ভারত হতে ‘Foreign Exchange BOURSE’ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি মালয়শিয়ায় বিশ্বব্যাংক আয়োজিত রিজার্ভ ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে বিদেশে একাধিক বিভিন্ন কনফারেন্সের আগে যোগ দিয়েছেন একই সঙ্গে প্রশিক্ষণও নিয়েছেন।
১৯৮৮ সালে গাজীপুর রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ফাইন্যান্স এন্ড ব্যাংকিং’ বিষয়ে অনার্সসহ মাস্টার্স করেছেন ইস্তেকমাল হোসেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় হতে ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিষয়েও মাস্টার-ডিগ্রি অর্জন করেছেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













