নওগাঁর মহাদেবপুর উপজেলায় উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণ, নির্দেশনা মূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মহাদেবপুর থানা সমিতির উদ্দ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহাদেবপুর উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রারি) ফলিত-রাসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো.আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, রাবি ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোছা. শাহানা পারভীন, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. রতন কুমার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মাতৃ প্রসাদ চ্যাটাজ্জী।
রাবির ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী খায়রুল আলম মারুফ ও ফাইন্যান্স বিভাগের বিবিএর শিক্ষার্থী আফরোজা খাতুনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. আহসান হাবিব বলেন, ‘উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরিক্ষায় অংশগ্রহন করতে হলে এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এসব বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে যখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে সময় তোমাদের এসব প্রতিষ্ঠানে ভ্রমনে যাওয়া উচিৎ। যার মাধ্যমে তোমরা ভর্তি পরীক্ষা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং সে থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে তা কাজে লাতে পারবে।’
এদিন সাধারন শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর শিক্ষার্থীদের মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমুলক ডকুমেন্টারী প্রদর্শন এবং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মহাদেবপুর থানা সমিতির সভাপতি মো.নুরুজ্জামান হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য অনুজ কুমার মন্ডল, মো.একতিয়ার আহমেদ, মো.লুৎফর রহমান, অমিয় চন্দ্র মন্ডল, এস.এম মাহাবুবুজ্জামান ও সংগঠনের বর্তমান সদস্যরা সহ তিনশতাধিক সাধারন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো