জাপানে বসবাসরত কুমিল্লার সন্তানতের নিয়ে গঠিত হয়েছে সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি ইন জাপান। রোববার রাজধানী টোকিওর একটি হলে অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা নাজমুল ইসলাম।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. লুতফর রহমান শিপার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. এনামুল হক ভুইয়া। এছাড়াও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার।
প্রাথমিকভাবে ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটি নির্বাচিত হয়েছে। প্রয়োজনে সবার মতামত নিয়ে সদস্য সংখ্যা বাড়ানো বা কমানো যাবে।
কমিটি ঘোষণার পর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সব ধরণের ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে কুমিল্লাবাসীর জন্য কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন। পাশাপাশি জাপানে কুমিল্লার যে কারো বিপদে পাশে থাকার আশ্বাস দেন নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক।
এসময় অনুষ্ঠানে জাপানে অবস্থিত বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।