ইউক্রেনে গম ও ভুট্টা রফতানি কমার আশঙ্কা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৮ ০৯:১৯:৪৯
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ২০২৩-২৪ বিপণন মৌসুমে ইউক্রেনের গম ও ভুট্টা রফতানি কমার আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকেই এর পেছনে দায়ী করছেন বিশ্লেষকরা। ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশন সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে।
এ বিষয়ে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিকোলাই গর্ভাচেভ বলেন, ‘২ কোটি ১১ লাখ টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর আগের মৌসুমে উৎপাদন হয়েছিল ২ কোটি ৭৩ লাখ টন। আবাদ কমে যাওয়ায় এবার উৎপাদনও কমে আসবে। এ মৌসুমে ইউক্রেন থেকে ১ কোটি ৯০ লাখ টন ভুট্টা রফতানি সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করছি। ২০২২-২৩ মৌসুমে যা ছিল ২ কোটি ৭০ লাখ টন। অর্থাৎ রফতানি ৩০ শতাংশ কমবে।
তিনি আরো বলেন, ‘গত বছর ইউক্রেনে ২ কোটি ২ লাখ টন গম উৎপাদন হয়েছিল। ২০২৩-২৪ মৌসুমে তা কমে ১ কোটি ৭০ লাখ টনে নামতে পারে। এর মধ্যে রফতানি হতে পারে ১ কোটি ৪০ লাখ টন। ২০২২-২৩ মৌসুমে যা ছিল ১ কোটি ৫৫ লাখ টন।’
অ্যাসোসিয়েশন জানায়, এদিকে নতুন এ মৌসুমে তেলবীজ উৎপাদন ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে সূর্যমুখী তেলবীজ উৎপাদন ২০ শতাংশ বেড়ে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টনে পৌঁছার সম্ভাবনা রয়েছে। সয়াবিন উৎপাদন ৩৭ লাখ টন থেকে বেড়ে ৪৪ লাখ টনে উন্নীত হতে পারে। অন্যদিকে সরিষা উৎপাদন ৩৬ লাখ ৪০ হাজার টন বেড়ে দাঁড়াতে পারে ৩৭ লাখ টনে।
এনজে