বিকালে মুখোমুখি সাকিব-মুস্তাফিজ
প্রকাশ: ২০১৬-০৫-২২ ১০:৪৯:১৮

আইপিএলের শনিবার ম্যাচে বিকালে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানের সানরাইজার হায়দ্রাবাদ। কলকাতার ইডেন গার্ডেনে বিকাল সাড়ে চারটায় মুখোমুখি হচ্ছে এই দুই দল।
আজকের ম্যাচটি কলকাতার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের। অন্যদিকে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা হায়দ্রাবাদের লক্ষ্য আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইস্থানের যেকোনো একটিতে থাকা। কারণ টেবিলের প্রথম অথবা দ্বিতীয় স্থানে থাকলে ফাইনালে যাওয়ার জন্য শুধু একটি ম্যাচই জিততে হবে। অন্যদিকে তিন অথবা চার নম্বরে থাকলে দুটি ম্যাচ জিতে ফাইনালে খেলতে হবে।
এদিকে কলকাতার আবহাওয়ার যে অবস্থা তাতে ম্যাচ আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার বিকাল চট্টগ্রামে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রোয়ানু। এর ফলে লণ্ডভণ্ড হয়েছে উপকূলীয় এলাকা। ঘূর্ণিঝড়ের এই প্রভাব পড়েছে কলকাতাতেও। সেখানে দুইদিন ধরে চলছে বৃষ্টি। ম্যাচের দিন দুপুর থেকে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন অবস্থায় ম্যাচটি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে ওভার কমিয়ে খেলা হলে সমস্যায় পড়তে হবে কলকাতাকে। কারণ সানরাইজার্স শেষ চার পাকা করলেও আশিস নেহরা দল থেকে ছিটকে পড়ায় সমস্যায় পড়তে হয়েছে ওয়ার্নারের দলকে। এর ফলে দায়িত্ব বেড়ে গেছে এবারের আইপিএলের চমক জাগানো বোলার মুস্তাফিজুর রহমানের। আর অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মূল বোলিং অস্ত্র তো তিনিই।
অন্যদিকে এবারের আসরে সাকিব সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। একটি ম্যাচে ফিফটি করলেও অন্য ম্যাচগুলোতে তিনি অনেকটা ফ্লপ ছিলেন। তারপরেও আজকের ম্যাচের মূল একাদশে তার জায়গা হবে এটা অনেকটাই নিশ্চিত। দুই বাঙ্গালির লড়াইয়ে কে জিতবে সেজন্য অপেক্ষা করতে হবে বিকাল পর্যন্ত।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












