প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী উল্লেখ করে বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের মূল কেন্দ্র বিন্দু হওয়া উচিত দুই দেশের আরও উন্নয়ন।
রোববার (২৮ মে) রাতে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন।
চীনের মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও হাইটেক সহযোগিতা জোরদার করতে আগ্রহী। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আরও সহযোগিতার সম্ভাবনা রয়েছে।’
চীনের উপমন্ত্রী, শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম। রোহিঙ্গাদের নিজ ভূখন্ডে ফেরত পাঠিয়ে তাদের সমস্যা সমাধানে সহায়তা করতে ওআইসি দেশগুলোর প্রতিশ্রুতি কামনা করেন প্রধানমন্ত্রী।
ওআইসি সদস্য দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন তিনি। রোহিঙ্গা সমস্যা ওআইসির জন্য একটি অগ্রাধিকার বিষয় বলে উল্লেখ করেন ওআইসি মহাসচিব।
এএ