শিল্পকলা একাডেমির পরিচালক হলেন শরিফুল হক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৯ ২০:২৮:৫১

রাজশাহী জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত মুহাম্মদ শরিফুল হককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হককে প্রেষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শরিফুল হক বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে কর্মরত আছেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










