কোনো সভা সমাবেশে বাধা দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-৩০ ১৬:২২:৪২


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, কোনো সভা সমাবেশে সরকার বাধা দিচ্ছে না। বিরোধীদলগুলো দেশে উত্তেজনা তৈরির লক্ষেই উস্কানিমূলক পরিস্থিতি করতে চাইছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর আইইডিবি ভবনে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর ৫ তারিখের কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, অনিবন্ধিত সংগঠন জামায়াতের কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে।

নিপুণ রায়ের বিরুদ্ধে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়েছে। দেশে আর কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খাঁন।

এম জি