৩ শতাংশ কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম
আপডেট: ২০২৩-০৫-৩১ ০৯:২৬:৪৮

৩ শতাংশ কমানো হয়েছে মালয়েশিয়ার পাম অয়েলের দাম। দেশটির পাম অয়েল ফিউচার সম্প্রতি দ্বিতীয়বারের মতো দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোজ্যতেলের নিম্নমুখী দামের বিষয় বিবেচনা করে এবং অতিরিক্ত সরবরাহের শঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী আগস্টের জন্য সরবরাহ চুক্তিতে (এফসিপিওসি৩) পাম অয়েলের দাম প্রতি টনে ৯৫ রিঙ্গিত বা ২ দশমিক ৭ শতাংশ কমানো হয়েছে। ফলে প্রতি টন পাম অয়েলের দাম নির্ধারিত হয়েছে ৩ হাজার ৪৫১ রিঙ্গিত বা ৭৭৮ ডলার ১৩ সেন্ট। এক্সচেঞ্জের অধিবেশনের শুরুর শুরুর দিকে রেফারেন্স চুক্তির পরিমাণ কমেছিল ৩ দশমিক শূন্য ৭ শতাংশ, প্রায় দুই সপ্তাহের মধ্যে যা সবচেয়ে বড় দৈনিক দরপতন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













