ভারতে ৭-৯ শতাংশ বাড়বে ইস্পাতের চাহিদা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-৩১ ০৯:৩০:৪৫


২০২৩-২৪ অর্থবছরে ভারতে ইস্পাতের চাহিদা ৭-৯ শতাংশ পর্যন্ত বাড়বে। সরকারি অবকাঠামো খাত ও অভ্যন্তরীণ পর্যায়ে ব্যবহার বাড়ায় ইস্পাতের চাহিদায় উল্লম্ফন দেখা যাবে। সম্প্রতি ভারতের রেটিংস অ্যান্ড রিসার্চ সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

মূলত দেশটির নির্বাচনকেন্দ্রিক সরকারি প্রকল্প, বিভিন্ন শিল্প খাতে বিশেষ করে অবকাঠামো নির্মাণ, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ও ইঞ্জিনিয়ারিং খাতের প্রভাবে ইস্পাতের চাহিদা বাড়বে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০২২ সালের নভেম্বরে রফতানির ওপর ১৫ শতাংশ কর মওকুফের কারণে রফতানি চাহিদা বাড়ছে। ফলে ভারতীয় ইস্পাত বিশ্ববাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। পাশাপাশি অভ্যন্তরীণ পর্যায়ে ইস্পাত উৎপাদনকারীরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবে।

ভারতের রেটিংস অ্যান্ড রিসার্চ সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও গবেষণা বিভাগের প্রধান রোহিত কুমার গুপ্তা বলেন, ‘‌২০২৪ অর্থবছরের জন্য ভারতে ইস্পাতের চাহিদা বৃদ্ধির বিষয়টি এ খাতের জন্য ইতিবাচক অনুভূতি প্রতিফলিত করে, যা মূলত সরকারি অবকাঠামো ব্যয়, অভ্যন্তরীণ ও বৈদেশিক রফতানি চাহিদার ওপর নির্ভরশীল।

এনজে