দেশকে মাদকমুক্ত করা সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-৩১ ১৬:০৮:৪৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশকে মাদকমুক্ত রাষ্ট্রে পরিণত করা সরকারের লক্ষ্য। দেশে মাদকের কোনো প্রয়োজনীয়তা নেই, সমাজকে এর থেকে মুক্ত রাখা দরকার। এজন্য মাদকবিরোধী ক্যাম্পেইন জোরদার করতে হবে।
বুধবার (৩১ মে) দুপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সব দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানান তিনি।
জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এই অনুষ্ঠানের আয়োজন করে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













