আড়াই বছরে বিশ্ববাজারে গমের মূল্য সর্বনিম্ন
অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-৩১ ১৭:০৮:৪৮
আন্তর্জাতিক বাজারে গমের ব্যাপক দরপতন ঘটেছে। গত আড়াই বছরের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এ নিয়ে টানা অষ্টম মাস বিশ্ববাজারে গমের দাম কমলো। যুক্তরাষ্ট্রে অনুকূল আবহাওয়া বিরাজ করায় খাদ্যপণ্যটির বাম্পার ফলন হতে পারে। ফলে মূল্য হ্রাস পেয়েছে।
এক রিপোর্টে পণ্য গবেষণা প্রতিষ্ঠান হাইটাওয়ার জানিয়েছে, বিশ্ববাজারে গম সরবরাহ করতে কঠিন প্রতিযোগিতায় নামছে রাশিয়া। উপযোগী আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে ভালো ফলন হতে পারে। ফলে গমের দর চাপে পড়েছে।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের দাম কমেছে ৭ দশমিক ৮ শতাংশ। এ নিয়ে টানা ৮ মাস খাদ্যশস্যটির দরপতন ঘটলো। গত এপ্রিলেও যা ব্যাপক দর হারিয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শস্য রপ্তানির প্রতিযোগিতা বেড়েছে। এতে চাপে পড়েছে গমের বাজার।
এএ