দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইনে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য আগামী এক মাসের মধ্যে অভিন্ন নবম ওয়েজ বোর্ড ঘোষণার জোর দাবি জানিয়েছে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক মহাসমাবেশে সাংবাদিক নেতারা এ দাবি জানান।
ঐক্য পরিষদ নেতারা বলেন, সরকারি কর্মকর্তা, বিচারবিভাগ, আইন পরিষদসহ সরকারের বিভিন্ন স্তরে বেতন ভাতা বৃদ্ধির ফলে গণমাধ্যম কর্মীরা বেতন বৈষ্যমের শিকার হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নেতারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে সরকারকে হুঁশিয়ার করেন।
একই সাথে নেতারা জনকণ্ঠ, যায়যায়দিন, ভোরের পাতা, ইনকিলাব ইত্যাদিসহ বিভিন্ন গণমাধ্যমে বকেয়া বেতন ভাতা পরিশোধ ও বোনাস প্রদান, চাকরিচ্যুত সাংবাদিকদের পাওনা টাকা পরিশোধ ও প্রতিটি গণমাধ্যমে কর্মরতদের চাকরির নিয়োগপত্র প্রদানেরও দাবি জানান।
নেতৃবৃন্দ দৈনিক বর্তমান ও দৈনিক ডেসটিনির সম্পাদক মালিকদের মুক্তি দাবি করে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার করার ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু বিনাবিচারে তাদের বছরের পর বছর কারাগারে আটক রাখায় ওই দুটি প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীরা বেতন না পেয়ে খুবই মানবেতর জীবন যাপন করছে।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন) সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায়ম মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বর্তমান মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, আজিজুল হক ভু্ইঁয়া, বিএফইউজে কোষাধক্ষ্য মধুসুদন মন্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ডিইউজে সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান বাবু, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ডিইউজে কার্যনিবার্হী কমিটির সদস্য লিটন হায়দার, মাহমুদুর রহমান খোকন, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ সংস্থা সংস্থা বাসস কর্মচারী ইউনিয়ন নেতা কামারুল হক, কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দীপক চন্দ্র রায়, প্রেস কর্মচারী ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ার আলম।
ডিইউজের বিভিন্ন ইউনিট প্রধানদের মধ্যে ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, সংবাদের অজয় দাস গুপ্ত, বাসসের ইনামুল হক বাবুল, দৈনিক বর্তমানের শাহ নেওয়াজ দুলাল, দৈনিক ইনসানিয়াতের খোরশেদ আলম, দৈনিক ডেসটিনির মোস্তফা হোসেন চৌধুরী ও দৈনিক করতোয়ার সৈয়দ আহমেদ অটল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ওয়েজ বোর্ড শুধু বেতন ভাতার বিষয় নয় এটি গণমাধ্যম কর্মীদের মর্যাদারও বিষয়। তিনি নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি আদায়ে ডিইউজের প্রতিটি ইউনিটকে শক্তিশালি ভূমিকা রাখার ব্যাপারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, আগামী এক মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হলে দেশব্যাপী সফরের মাধ্যমে ইউনিটগুলো থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যকাণ্ডের দ্রুত বিচারও দাবি করেন।
সানবিডি/ঢাকা/আহো