মালয়েশিয়ার পাম অয়েলের দরপতন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-০১ ০৯:২০:৫৯
মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য বুধবারও (৩১ মে) কমেছে। এ নিয়ে টানা ৩ কার্যদিবসে ভোজ্যতেলটির দাম কমলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্ববাজারে সয়াবিন, সূর্যমুখীসহ অন্যান্য ভোজ্যতেলের দর হ্রাস পেয়েছে। ফলে পাম অয়েলের বাজার চাপে পড়েছে।
এদিন বুরশা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বেঞ্চমার্ক পাম অয়েলের আগামী আগস্টের চুক্তি মূল্য কমেছে ৫ দশমিক ৮২ শতাংশ। প্রতি টনের দর স্থির হয়েছে ৩২০৫ রিঙ্গিতে। এ নিয়ে টানা ৩ মাস ভোজ্যতেলটির দরপতন ঘটলো।
কুয়ালালামপুর-ভিত্তিক এক ব্যবসায়ী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অপরিশোধিত পাম অয়েলের সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। চলতি বছরে যা সবচেয়ে কম। কারণ, প্রতিদ্বন্দ্বী অন্যান্য তেলবীজ ধারাবাহিকভাবে দর হারাচ্ছে।
তিনি বলেন, সয়াবিন অয়েলের দাম নিম্নমুখী। ফলে আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান ধরে রাখতে গিয়ে পাম অয়েলের দরপতন হয়েছে।
কার্গো সার্ভেয়র ইন্টারটেক টেস্টিং সার্ভিস জানিয়েছে, এপ্রিল থেকে সদ্য সমাপ্ত মে মাসে পাম অয়েল রপ্তানি কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। তবে আরেক কার্গো সার্ভেয়র আমসপেক এগ্রি মালয়েশিয়া জানায়, রপ্তানি হ্রাস পেয়েছে ১ দশমিক ৮ শতাংশ।
এম জি