আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সোয়া ১১টার দিকে সংসদে এসে পৌঁছান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লাল ব্রিফকেস নিয়ে গুলশানের বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, এবারের বাজেটে সবাইকে প্রাধান্য দেয়া হয়েছে। এবারের বাজেট হবে গরিববান্ধব।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের প্রতিপাদ্য: ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ (বৃহস্পতিবার)। আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
এম জি