সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার মক্কায় মো. আবদুল ওয়াহিদ (৪৬) নামের ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।
ওয়াহিদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তার পাসপোর্ট নম্বর এ০৪৬৬৪২২৭।
বৃহস্পতিবার রাতে মক্কার হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেসরকারি খন্দকার ব্রাদার্স নেটওয়ার্ক ট্রাভেলসের মাধ্যমে হজে গিয়েছিলেন ওয়াহিদ। এ বছর সৌদি আরবে বাংলাদেশি কোনো হজযাত্রীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ৪৪ হাজার ১৫৬ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ২৯৭ জন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এম জি