পুঁজিবাজার: আইএমএফ এর শর্তে না থাকায় বাদ

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৬-০২ ১৫:০৪:৫৬


বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন বলেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শর্তে পুঁজিবাজারের কোন বিষয় না থাকায় প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার বাদ পড়েছে। তবে পুঁজিবাজারের স্মার্ট সংস্কারের বিকল্প নেই। এটি করতে পারলেই সঠিক জায়গায় যাবে দেশের পুঁজিবাজার।

শুক্রবার (২ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সিপিডি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে পুঁজিবাজার সাহায্য নির্ভর। এভাবে এই বাজার চলতে পারেনা। পুঁজিবাজারের রন্দ্রে রন্দ্রে সমস্যা।এর থেকে পার পেতে হলে স্মার্ট সংস্কারের বিকল্প নেই।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট (বেনিফিশিয়ারি ওনার্স) খোলার জায়গায় সমস্যা আছে। এর বাহিরে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষাকারী প্রতিষ্ঠান, পুঁজিবাজারে তালিকাভুক্তির নিয়মসহ অনেক জায়গায় স্মার্ট সংস্কার করতে হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর