হিলিতে অস্থির পেঁয়াজের বাজার, প্রতি কেজি ৭২ টাকা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-০৩ ১০:২০:২৮


দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানির অনুমতি না মেলায় ফের বাড়তে শুরু করেছে দাম। একদিনের ব্যবধানে নিত্য এ পণ্যের দাম কেজিতে ২ টাকা বেড়েছে। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৭২ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ায় তা সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করছে।

হিলির কাঁচাবাজারে দেখা যায় , বাজারের প্রত্যেকটি দোকানেই দেশীয় পেয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে। কিন্তু তার পরও দাম বেড়েই চলেছে।

ব্যবসায়ীদের বক্তব্য, সরবরাহ কম থাকার কারণে দাম বাড়ছে। ক্রেতাদের অভিযোগ, ভারত থেকে যখন পেঁয়াজ আমদানির কথা হচ্ছে, তখন পেঁয়াজের দাম রাতারাতি কমে যাচ্ছে। তাহলে কি রাতারাতি পেঁয়াজের সররবাহ বেড়ে যাচ্ছে? এটি ব্যবসায়ীদের কারসাজি বলেও অভিযোগ করেন তারা।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘‌গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি আইপি দেয়া বন্ধ রেখেছে সংশ্লিষ্ট দপ্তর। এখন পর্যন্ত পেঁয়াজ আমদানিতে কোনো ধরনের অনুমতিপত্র বা আইপি ইস্যু করা হয়নি। আমদানির অনুমতি দিলেই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে।’

এনজে