চিত্রনায়িকা দীপালি আক্তার তানিয়া বেশকিছু নাটকে কাজ করেছেন। এমনকি তার অভিনীত ‘বাজে ছেলে’ ছবিটি গেল ২৯ এপ্রিল সারাদেশে মুক্তি পায়। নাটক-চলচ্চিত্রে প্রশংসিত হলেও এরআগে কখনো বিজ্ঞাপনে কাজ করেননি দীপালি। তবে এবার তাকে দেখা যাবে লিনেক্স ইলেকট্রনিক্সের একটি বিজ্ঞাপনে।
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা এস এম সালাউদ্দিন। হোয়াইট ব্যালেঞ্চ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবার সকালে রাজধানীর কোক স্টুডিওতে।
বিজ্ঞাপনে দীপালির সহশিল্পী ওমর। বিজ্ঞাপনটি প্রসঙ্গে দীপালি বলেন, ‘খুব ভালো লাগছে লিনেক্স ইলেকট্রনিক্সের বিজ্ঞাপনে কাজ করতে পেরে। এখানে আমাকে ওয়াশিং মেশিনের মডেল হতে দেখা যাবে।’
দীপালি আরো বলেন, ‘এই প্রথম কোন পণ্যের মডেল হচ্ছি। বিষয়টি নিয়ে আমি খুব এক্সাইটেড। আশাকরি কাজটি সকলের কাছে ভালো লাগবে।’
এছাড়া আগামীতে ভালো মানের আরো কিছু বিজ্ঞাপনে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন দিপালি।
এদিকে নির্মাতা এস এম সালাউদ্দিন জানালেন, মূলত ঈদকে টার্গেট করেই বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে। রমজানের মধ্যেই এটি প্রচারে আসবে।
সানবিডি/ঢাকা/এসএস