পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১ জুন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বরাবর এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সংস্থাটি। সংস্থাটির পরিচালক (উপ সচিব) মোহা. আব্দুল মজিদ চিঠিতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত থাকবেন।
চিঠিতে বলা হয়েছে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা দাবি যথাসময়ে পরিশোধ না করায় প্রতিনিয়ত গ্রাহকরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে অভিযোগ দাখিল করছে। বীমা দাবি সময়মত পরিশোধ না করার জন্য গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
এ লক্ষে বীমা পলিসি হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ এবং কোম্পানির সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে বীমা আইন, ২০১০ এর ৫১(গ) ধারা অনুযায়ী এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
গ্রাহকদের বিমা দাবী পরিশোধ করতে না পারলেও থেমে নেই শেয়ারের দর বৃদ্ধি। গত কয় দিনের কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে প্রায় ২০ টাকা। এতে কারসাজি চক্রের হাত থাকতে পারে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে কোম্পনিটির অনুমোধিত মূলধন ৭৫ কোটি টাকা আর পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৮ দশমিক ৮২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ১০ দশমিক ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ দশমিক ৪৩ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ