বিয়ে করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাত্র সিলেটের কদমতলীর সন্তান মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
জানা যায়, চার বছর ধরে তাদের মধ্যে পরিচয় এরপর মন-দেওয়া নেওয়া শেষে উভয় পরিবারের আগ্রহে মাহি এবং অপুর বিয়ে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে মাহির নিজের বাসায় কাবিননামা সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন।
নিজের বিয়ে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, আলহামদুলিল্লাহ্ নতুন জীবন শুরু করলাম। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকি।
এদিকে গেল ১২ মে মাহি-অপুর বাগদান সম্পন্ন হয়। মাহি জানালেন, খুব শিগগির ধুমধাম করে বিয়ের অানুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছা আছে তার।
সানবিডি/ঢাকা/আহো