ক্যাপিটাল গেইনের গুজবে পুঁজিবাজারে পতন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৬-০৬ ১৯:২৩:৩২
ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ করা হয়েছে এমন গুজবে পুঁজিবাজারে পতন। মঙ্গলবার লেনদেন শুরু ১৫-১০ মিনিটের মধ্যে প্রায় ৩৭ পয়েন্টের পতন হয় পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
জানা গেছে, সোমবার জাতীয় সংসদে ইনকাম ট্যাক্সের একটি আইন পাশ হয়েছে। যে আইনে বিভিন্ন ট্যাক্সের বিষয় রয়েছে। যদিও সেখানে ক্যাপিটাল গেইন সংক্রান্ত কোন বিষয় নেই একটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্সটি মওকুফ করা হয়েছে সেটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একটি এসআরও এর মাধ্যমে সেটা করা হয়েছি।
আয়কর সংশ্লিষ্টরা জানিয়েছেন, এনবিআর থেকে এসআরও জারি করে কোন সিদ্ধান্ত নেওয়া হয় তা বাতিল করতে হলে সেই এসআরও এর মাধ্যমে বাতিল করতে হয়। সে জন্য ইনকাম ট্যাক্সের সাথে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপের কোন বিষয় নেই।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক ও আলী জহির আশরাফ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী সানবিডিকে বলেন, পূর্বের ন্যায় এখনো ব্যক্তি বিনিয়োগকারীদের উপর কর সুবিধা বহাল আছে। ২০১৫ সালের ৩০ জুনের এসআরও ব্যক্তি বিনিয়োগকারীকে ক্যাপিটাল গেইনের উপর কর ছাড় দেওয়া হয়েছে। যার নাম্বার হলো-১৯৬-আয়কর/আইন/২০১৫। ক্যাপিটাল গেইনের বিষয়টি বাতিল করতে হলে আরও একটি এসআরও জারি করতে হবে। আয়কর আইনের সাথে এর কোন সম্পর্ক নেই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস