ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের কর বসছে না

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৬-০৮ ১৮:২৪:৪০


কয়েকদিন ইতিবাচক লেনদেনের পর মঙ্গলবার ব্যাপক পতন হয়েছে পুঁজিবাজারে। শুরুর দিকে বাজার ভালো থাকলেও দিনশেষে একটি নেতিবাঁচক খবরে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ পয়েন্টে। তবে খবরটি গুজব ছাড়া কিছুই না।

বাজারে ছড়িয়ে পড়ে,পুঁজিবাজারের ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ করা হচ্ছে। নতুন আয় কর আইনে এটি করা হচ্ছে বলে গুজব ছড়ানো হয়। তবে এটি আগের মতোই অব্যহতি আছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক ও আলী জহির আশরাফ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী সানবিডিকে বলেন, পূর্বের ন্যায় এখনো ব্যক্তি বিনিয়োগকারীদের উপর কর সুবিধা বহাল আছে। ২০১৫ সালের ৩০ জুনের এসআরও ব্যক্তি বিনিয়োগকারীকে ক্যাপিটাল গেইনের উপর কর ছাড় দেওয়া হয়েছে। যার নাম্বার হলো-১৯৬-আয়কর/আইন/২০১৫। ক্যাপিটাল গেইনের বিষয়টি বাতিল করতে হলে আরও একটি এসআরও জারি করতে হবে। আয়কর আইনের সাথে এর কোন সম্পর্ক নেই।

এ বিষয়ে এনবিআরের কর নীতির দ্বিতীয় সচিব বাপন চন্দ্র দাস বলেন, যে কোনো তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর আগে থেকেই কর মুক্ত আছে। নতুন করে কোন কর  আরোপ করা হয়নি।

তিনি বলেন, “নতুন আয়কর আইন আগের এসআরও বাতিল করবে না। ফলে তালিকাভুক্ত শেয়ার থেকে ব্যক্তিদের মূলধন লাভ কর মওকুফ বহাল থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর