রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে চলতি বছরের এখন পর্যন্ত রাশিয়ার কয়লা রফতানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ২০ শতাংশ। পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটি নতুন বাজারে কয়লা সরবরাহ বাড়াতে জোর প্রয়াস চালাচ্ছে। এক্ষেত্রে এশিয়ার বাজার দেশটির মনোযোগের কেন্দ্রবিন্দুতে। মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জানুয়ারি-এপ্রিল পর্যন্ত বছরের প্রথম চার মাসে দেশটির বন্দরগুলো থেকে ৬ কোটি ৯৯ লাখ টন কয়লা রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ বেশি।
ইউরোপ ও ইউক্রেন গত বছর রাশিয়া থেকে কয়লা আমদানি কমিয়ে দেয়। ফলে নতুন বাজার খুঁজে নেয় রাশিয়া। এশিয়ার বাজারে দেশটি ১৪ কোটি টন কয়লা রফতানি করে। রফতানি বাজারে এমন বৈচিত্র্য দেশটির জন্য আশীর্বাদ বয়ে আনে।
ইউরোপ ছিল রুশ কয়লার সবচেয়ে বড় বাজার। অঞ্চলটি প্রতি বছর মোট আমদানির ৪৫ শতাংশ কয়লাই ক্রয় করত রাশিয়া থেকে। কিন্তু যুদ্ধের কারণে গত বছরের আগস্টে অঞ্চলটি রুশ কয়লার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে অতিরিক্ত তাপমাত্রায় এশিয়ায় বাড়ছে বিদ্যুতের চাহিদা। ফলে অঞ্চলটির দেশগুলো জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানি বাড়াচ্ছে। রাশিয়া আকর্ষণীয় মূল্যছাড় দেয়ায় দেশটি এ অঞ্চলের বড় আমদানি উৎসে পরিণত হয়েছে।
এনজে