সানফ্লাওয়ার লাইফের বিমা দাবির ৭৬ হাজার টাকার চেক ডিজঅনার

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৬-০৭ ১৪:৩১:০৪


সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিরুদ্ধে বিমা দাবির চেক ডিজঅনার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ জুন) ভুক্তভোগী গ্রাহক প্রতিকার চেয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে চিঠি দিয়েছে।

চিঠিতে ভুক্তভোগী গ্রাহক মালেকা বেগম বলেন, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে আমি একটি বীমা পলিসি গ্রহণ করি। যার পলিসি নং ০১০৬৮৬৬১-৬। পলিসিটি গত ২৭-১২-২০২১ সালে মেয়াদোত্তর হওয়ার পর কোম্পানীর চাহিদামত দলিলসহ সকল প্রকার কাগজপত্র জমা করি। পরবর্তীতে কোম্পানী থেকে আমাকে চেক প্রদান করেন। যার নং AS100-C-7997417, তাং ০২-০২-২০২৩, টাকা ৭৬,০৩৯/-, পূবালী ব্যাংক লিমিটেড।

উক্ত চেক প্রদান করার সময় আমাকে মৌখিকভাবে ৩ মাস পর ব্যাংকে জমা দিতে বলা হয়। সেই মোতাবেক আমি গত ৫ জুন অগ্রণী ব্যাংকের সেন্ট্রাল ‘ল’ কলেজ শাখায় উল্লেখিত চেকটি জমা করি। কিন্তু সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানির ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় আমাকে প্রদানকৃত চেকটি ডিওঅনার হয়। এতে আমি আর্থিকভাবে মরাত্মক সমস্যায় পড়ি।

চিঠিতে তিনি কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক মেয়াদোত্তর বিমা দাবির টাকা অতি দ্রুত পেতে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এরআগে, ২০২২ সালের জুলাই মাসে মেয়াদ শেষের পরও টাকা পরিশোধ না করে অফিস গুটিয়ে নেওয়ার অভিযোগে সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানির নোয়াখালী কার্যালয় ঘেরাও করে কয়েক হাজার গ্রাহক। এসময় কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।

গ্রাহকদের অভিযোগ, ইন্সুরেন্স কর্মীরা মোটা অংকের মুনাফার কথা বলে জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক গ্রাহকের কাছ থেকে ২শ কোটি টাকারও বেশি মূলধন সংগ্রহ করে। ওইসব গ্রাহকদের মধ্যে কয়েক হাজার গ্রাহকের বীমার প্রিমিয়াম মেয়াদ শেষে তাদের মূলধন ও লভ্যাংশ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা সেটা না করে অফিস গুটিয়ে নেওয়ার অভিযোগে তারা সান ফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্সের অফিস ঘেরাও করে।

এএ