সারাদেশের অভিভাবক তিনি। তার নিরাপত্তায় ব্যস্ত থাকে অসংখ্য নিরাপত্তাকর্মী। তাদের নিজেদের রয়েছে অসংখ্য কাজের লোক। তবে এতকিছু থাকার পরও সাধারণ ভাবে জীবন যাপন করতে পছন্দ করেন অনেক রাষ্ট্রপ্রধান। তাদের মধ্যে একজন ভুটানের রাজা জিগমে ওয়াংচুক।
সম্প্রতি তিনি পিতা হওয়ার খুশিতে সারাদেশে ১ লক্ষ গাছ লাগানোর ঘোষণা দেন। এমন ঘোষণায় ব্যাপক প্রশংশিত হন জিগমে।
আবারো আলোচনায় এসেছেন তিনি। একটি ছবিতে দেখা যায় স্কুলে সরবরাহ করার জন্য খাবার তৈরি করছেন জিগমে। একেবারে সাধারণ মানুষের বেশেই তিনি ব্যস্ত রয়েছেন রান্নার কাজে।
মঙ্গর শহরের একটি কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য এ খাবার তৈরি করছিলেন তিনি।
১৯ মে ছবিটি টুইটারে পোস্ট করেন আরপিজি এন্টারপ্রাইজেস এর হার্শ গোয়েনকা। এরপর টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়ে ছবিটি। আর এখন তা ফেসবুকের ট্রেন্ড তালিকার শীর্ষে অবস্থান করছে।
গত ৫ ফ্রেবুয়ারি ভুটানের রাজ দম্পতি প্রথম সন্তান লাভ করেন। এ উপলক্ষে ৬ মার্চ দেশের ৮২ হাজার বাড়ির প্রত্যেকটিতে একটি করে গাছ লাগানো হয়। বাকি ২৬ হাজার গাছ দেশের ১৪টি জেলায় স্বেচ্ছাসেবকরা লাগান।
উল্লেখ্য, ভুটানের বর্তমান জনসংখ্যা প্রায় ৭০ লাখ। মোট জনসংখ্যার ২৩ শতাংশ মানুষ বসবাস করে দরিদ্রসীমার নিচে। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়েও কেবল অর্থনৈতিক সমৃদ্ধিই সুখ-শান্তির নিয়ামক হতে পারে না, এটা প্রমাণ করেছে পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশ ভুটান। অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলেও ছোট্ট দেশটি শান্তিতে ভরপুর। গড় জাতীয় উৎপাদনে নয়, গড় জাতীয় ‘সুখ’ এর মানদণ্ডে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ভুটান। জাতিসংঘও এখন শান্তিময় বিশ্ব গড়ে তুলতে ভুটানের পদক্ষেপকে অনুসরণ করে এগুচ্ছে। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, শিক্ষা, সহমর্মিতা, সহনশীলতা, সবার সঙ্গে সখ্য, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াকে ভুটানের মানুষরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে।
সানবিডি/ঢাকা/এসএস