‘বেফিকর’ নিয়ে আপাতত বলিপাড়ার ফিকর। প্রথমত ‘রব নে বানাদি জোড়ি’ পর আরও একবার ক্যামেরার ব্যাক সিটে আদিত্য চোপড়া। দ্বিতীয়ত বানী-রণবীর বলিউড পেতে চলেছে নতুন জুটি। আর এখন শোনা যাচ্ছে এই ছবিতেই ক্যামিও রোলে থাকছেন রানি মুখোপাধ্যায়। শুধু তাই নয় সঙ্গে নিয়ে বেবি আদিরাকে।
যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি ভাবে কোনও কিছু জানা হয়নি। কিন্তু ইতিমধ্যে এখবর ছড়িয়েছে বলিপাড়ায়। অনেকে আবার বলছেন, “ ‘বেফিকর’ দিয়ে আদিরাকে সবার সামনে প্রেজেন্ট করবে বলেই নাকি এদিন তাঁকে লুকিয়ে রেখেছেন আদিত্য-রানি।
ইতিমধ্যে ‘বেফিকর’ প্রথম দর্শনে আদিত্য জানিয়ে দিয়েছেন রোম্যান্স থাকছে ভরপুর। দুনিয়াদারি থেকে বেফিকর দুই প্রেমিক একে অপরের ঠোঁটে এঁকে দিচ্ছে ভালবাসার চুম্বন। পোস্টারে বন্দি হয়েছে বানী-রণবীরের লিপলক।